উত্তরদিনাজপুর

উত্তর দিনাজপুরের জনসভা শেষে বিজেপিকে বাক্য বানে বিঁধলেন পরিবহনমন্ত্রী

বাজার মাতানোর জন্য আর টিভিতে বিতর্কিত কথা বলে পাবলিসিটি পাবার জন্য এই ধরনের কথা বলছে বিজেপি। শুক্রবার মুকুল রায়ের জেলা সফর ও বিজেপিকে কটাক্ষ করে এমনই মন্তব্য করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী তথা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। এদিন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন করনদিঘি ও গোয়ালপোখরের সাহাপুরে দুটি জনসভা করেন। এদিনের জনসভায় পরিবহনমন্ত্রীর সাথে ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী গোলাম রব্বানী, জেলা সভাপতি অমল আচার্য্য, আই.এন.টি.টি.ইউ.সি-র জেলা সভাপতি ও রায়গঞ্জ পুরসভার উপ পুরপ্রধান অরিন্দম সরকার সহ অন্যান্য নেতৃত্তরাও। এদিনের এই  জনসভা শেষে পরিবহনমন্ত্রী তথা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী জেলা তৃণমূল নেতৃত্বকে সঙ্গে নিয়ে দুর্ঘটনাগ্রস্থ তৃণমূলের বিধায়ক কানাইয়ালাল আগরওয়ালের সঙ্গে দেখা করেন।

 

সাক্ষাৎকার শেষে পরিবহনমন্ত্রী তথা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী বলেন, " গ্রামে ভোট করতে গেলে ডেভেলপমেন্টের কথা বলতে হবে। কিন্তু কি দিয়েছে কেন্দ্রের সরকার চার বছরে আর ৩৪ বছরের বাম সরকার, আমরা বলছি জন্মালে শিশু সাথী আর মারা গেলে সমব্যথী, জন্ম থেকে মৃত্যু তৃণমূল আছে। আমরা ভোট চাই যারা ভোট চায় না তাঁরা এসব করছে। আমরা পুরো কনফিডেন্ট আছি ইসলামপুরের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ সব আসনেই তৃণমূল জিতবে।"